দেশের ক্রিকেটে প্রথমবার আম্পায়ারিংয়ে দুই ভাই, গড়তে চলেছেন নতুন ইতিহাস

ক্রিকেটে দুই ভাইকে একসঙ্গে খেলতে দেখা সাধারণ ঘটনা। কিন্তু দুই ভাইকে একসঙ্গে ম্যাচ পরিচালনা করতে দেখা বিরল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম ঘটতে যাচ্ছে এমন এক নজিরবিহীন ঘটনা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিপিএলের একটি ম্যাচে দুই ভাই আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন।
বিপিএলের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। ওই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন আলী আরমান রাজন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তার ছোট ভাই কামরুজ্জামান লিমন। দেশের ক্রিকেটে এটাই প্রথমবার, যেখানে দুই ভাই একসঙ্গে আম্পায়ারিং করবেন।
বিশ্ব ক্রিকেটে অবশ্য এমন ঘটনা আগে ঘটেছে, তবে সেটির সংখ্যা খুবই কম। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার আম্পায়ার বোলান্ডার ইরাসমাস ও কাইল হোল্ডস্টক একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছিলেন। তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একদমই নতুন এক অভিজ্ঞতা।
এই দুই ভাই গণমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। ছোট ভাই লিমন বলেন, “আমার বড় ভাই (রাজন) আজ টিভি আম্পায়ার হিসেবে থাকবেন, আর আমি থাকব চতুর্থ আম্পায়ার হিসেবে। আমার জানা মতে, দুই ভাই একসঙ্গে এভাবে আম্পায়ারিং করার ঘটনা আর কোনো দেশে ঘটেনি। আমরা ঢাকা প্রিমিয়ার লিগেও একসঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের আম্পায়ারিংয়ের যাত্রা একসঙ্গে শুরু হয়েছিল এবং একইসঙ্গে কোয়ালিফাই করেছিলাম।”
তিনি আরও বলেন, “দুজনের জার্নিটা একসঙ্গে চলছে, আলহামদুলিল্লাহ। আমরা সব সময় নিজেদের মধ্যে আলোচনা করি, একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগে। ভাই ভালো করলে আমিও খুশি হই, আমি ভালো করলেও তিনি প্রশংসা করেন।”
বড় ভাই রাজনও অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমরা এতদিন একসঙ্গে আম্পায়ারিং করলেও এবারই প্রথম বিপিএলে থাকছি। এটা আমাদের জন্য দারুণ অনুভূতি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে দুই ভাই একসঙ্গে ম্যাচ পরিচালনা করছে—এটা আমাদের পরিবারের জন্যও গর্বের মুহূর্ত।”
আজকের ম্যাচের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, যেখানে দুই ভাই মিলে আম্পায়ারিংয়ে নজির স্থাপন করবেন।