আবারও তাসকিনদের কাছে সোহানদের হার

  খেলার ধ্বনি
  প্রকাশিতঃ সকাল ১১:২১, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিপিএল ২০২৫-এর মিরপুর পর্বে আবারও রংপুর রাইডার্স হারাল রাজশাহী রকেটদের কাছে। চট্টগ্রাম পর্বের শেষ দিনে রংপুরের জয়রথ থামানো রাজশাহী দলের সামনে এ ম্যাচেও জয়লাভের দৃশ্য ছিল। তবে, দুর্দান্ত বোলিং তোপে রংপুরের ব্যাটাররা একেবারেই ব্যর্থ হন, এবং তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি নুরুল হাসান সোহানরা।

এদিন রংপুরের ব্যাটিংয়ে খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, সোহান—কেউই প্রত্যাশিতভাবে খেলতে পারেননি। ফলে, তারা ৯ উইকেটে মাত্র ১১৭ রান তুলতে সক্ষম হয়, যা রাজশাহীর জন্য সহজ লক্ষ্য হয়ে দাঁড়ায়। তবে রংপুরের বোলাররা কিছুটা চাপে রেখে মাঠ ছাড়ে রাজশাহী, বিশেষত সাইফউদ্দিনের ভুল শট নির্বাচনে হার আরও নিশ্চিত হয়।

তবে ম্যাচের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। বিপিএলের ইতিহাসে একক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে জায়গা করে নেন তিনি। ২০১৯ সালে সাকিব আল হাসান যে রেকর্ডটি গড়েছিলেন (২৩ উইকেট), তাসকিন সেই রেকর্ডকে ছুঁয়ে ফেলেন এবং রাকিবুল হাসানকে ফেরিয়ে নিজের নাম লেখান ইতিহাসে।

এদিন রাজশাহীর পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ শেখের বোলিং তোপে রংপুরের ব্যাটিং একেবারে অস্থির হয়ে পড়ে। রংপুরের ব্যাটারদের শুরুর ধকল থেকেই পরে দলটি ফিরে আসতে পারেনি।

শেষে, ৯ উইকেটে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে আসে রাজশাহী।

Share This Article