তামিমের ফেরা নিয়ে যা বললেন পাপন

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৫১, সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ১৪ শ্রাবণ ১৪৩১

টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন। দেশের জার্সিতে সবশেষ গত সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন।

এরপর হঠাৎই বিশ্বকাপের আগমুহূর্তে ইনজুরির অজুহাতে নিজেকে সরে নেন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেট খেললেও টাইগারদের হয়ে মাঠে নামা হয়নি তার।

প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যৎ কী? বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে তামিমের একাধিক বৈঠক হয়েছে গত কয়েক মাসে। কিন্তু উত্তর আসেনি।

রোববার (২৮ জুলাই) বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিজের কার্যালয়ে তামিমের ভবিষ্যৎ নিয়ে পাপন বললেন, ‘আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে আমরা চাই ও আসুক।’

বিসিবি সভাপতি বলেন, এখানে অনেক খেলোয়াড় আছে যারা আর বেশি দিন হয়তো জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এ বছরটাই শেষ। কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে। আমার ব্যক্তিগত ইচ্ছে, আমাদের বোর্ডেরও সবার ইচ্ছে, এদের ব্যাপারে পেশাদার হিসেবে কথা বলছি না। আমি মনে করি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ, এ ধরনের খেলোয়াড় যারা আছে, তাদের যে অবদান—অবশ্যই এদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে। অবশ্যই মাশরাফীর নেতৃত্বের কথাও বলতে হবে।

Share This Article