জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৫৬, শনিবার, ৮ জুন, ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শনিবার (০৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গ্রুপ 'ডি' ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়, আগের দুই সাক্ষাতে হেরেছে তারা।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ ম্যাচে এটা বাংলাদেশের ষষ্ঠ জয়। এই জয়ে সুপার এইটে ওঠার পথ সুগম হলো বাংলাদেশ। শ্রীলঙ্কা দুই ম্যাচেই হারলো, পরের দুই ম্যাচে জিতলেও তাদের পথ কঠিনই থাকবে।

বাংলাদেশ পরের তিন ম্যাচে দুটিতে জিতলে চলে যাবে সুপার এইটে। তাদের পরের তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

এর আগে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকেও রান তাড়ায় কঠিন পরিস্থিতিতে পড়েছিলো বাংলাদেশ। লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিং ও তাওহিদ হৃদয়ের ঝড়ে পরে ম্যাচ নিজেদের দিকে নিতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। তাদের বিদায়ের পর আবার তৈরি হয় কঠিন অবস্থা। নুয়ান তুশারার তোপে চাপে পড়া বাংলাদেশ অবশ্য ঠিকই তীরে ভিড়িয়েছে তরি।

তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু’দলের সর্বশেষ সিরিজও ২-১ ব্যবধানে গেছে লঙ্কানদের পকেটে। হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে শেষদিকে ধুঁকতে ধুঁকতে ২ উইকেটে জয় পেল বাংলাদেশ।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২২ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। তার পরপর দুই বলে দুই উইকেটেই বোলিংয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু। পরে শঙ্কা ছাপিয়ে জয় পাওয়ার পর ম্যাচ সেরার পুরস্কার জেতেন তরুণ লেগ স্পিনারই।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা

২০ ওভারে ১২৪/৯ (নিসাঙ্কা ৪৭, কুসাল ১০, কামিন্দু ৪, ধানাঞ্জয়া ২১, আসালাঙ্কা ১৯, হাসারাঙ্গা ০, ম্যাথিউস ১৬, শানাকা ৩, থিকশানা ০, পাথিরানা ০*, থুশারা ০*; তানজিম ৪-০-২৪-১, সাকিব ৩-০-৩০-০, তাসকিন ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-১৭-৩, রিশাদ ৪-০-২২-৩, মাহমুদউল্লাহ ১-০-৪-০)

বাংলাদেশ

১৯ ওভারে ১২৫/৮ (তানজিদ ৩, সৌম্য ০, লিটন ৩৬, শান্ত ৭, হৃদয় ৪০, সাকিব ৮, মাহমুদউল্লাহ ১৬*, রিশাদ ১, তাসকিন ০, তানজিম ১*; ধানাঞ্জয়া ***, থুশারা ৪-০-১৮-৪, থিকশানা ৪-০-২৫-০ হাসারাঙ্গা ৪-০-৩২-২, পাথিরানা ৪-০-২৭-১, শানাকা ১-০-১১-০)

ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রিশাদ হোসেন

Share This Article