৪৯৮ কোটি টাকায় সিটির নতুন ব্রাজিলিয়ান ডিফেন্ডার কে এই রেইস?

ম্যানচেস্টার সিটি ব্রাজিলের উদীয়মান সেন্টার-ব্যাক রেইসকে ৪ কোটি ইউরো বা ৩ কোটি ৪০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯৮ কোটি ৩৬ লাখ টাকা) খরচ করে পালমেইরাস থেকে দলে ভেড়াতে যাচ্ছে। ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার ম্যানচেস্টার সিটির রক্ষণভাগে নতুন শক্তি যোগ করতে আসছেন।
রেইসের দুর্দান্ত ফুটবলশৈলী এবং নেতৃত্বগুণ সিটিকে আকর্ষণ করেছে। বিশেষ করে বল দখলের লড়াইয়ে আধিপত্য বিস্তার এবং বাতাসে বল নিয়ন্ত্রণের সক্ষমতা, পাশাপাশি পাসিং দক্ষতায় তিনি বেশ পটু। তাঁর খেলা এবং ভবিষ্যত সম্ভাবনা তাকে ব্রাজিলের ফুটবল থেকে ‘নতুন মারকিনিওস’ হিসেবে পরিচিত করেছে।
রেইস ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সান্তানা শহরে ২০০৬ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ফুটবল শুরু করেন পারাইবা রাজ্যের আর১০ একাডেমিতে, যার মালিক ব্রাজিলের সাবেক তারকা ফরোয়ার্ড রবিনিও। ২০১৬ সালে পালমেইরাসের একাডেমিতে যোগ দেন এবং গত বছর জুনে পালমেইরাসের মূল দলে নাম লেখান। তাঁর ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ১৮টি ম্যাচেই ছিলেন শুরুর একাদশে।
বিশ্ব ফুটবলের বড় ক্লাবগুলো তাঁর প্রতি আগ্রহ দেখাতে শুরু করে, এবং শেষ পর্যন্ত সিটি তাঁকে দলে নিতে সফল হয়েছে। রেইস ব্রাজিলের জাতীয় দলে এখনো ডাক পাননি, তবে বয়সভিত্তিক দলে (অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৭) ১৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
ম্যানচেস্টার সিটি রেইসকে কেন নেয়, তা স্পষ্ট। গার্দিওলার দল মৌসুমে বেশ কিছু সেন্টার-ব্যাকের চোটের কারণে সমস্যায় পড়েছে। জন স্টোনস, রুবেন দিয়াজ, এবং কাইল ওয়াকার চোটের কারণে একাদশে নিয়মিত ছিলেন না। সেই অবস্থায় রেইসের মতো তরুণ প্রতিভা দলে যুক্ত করে সিটির রক্ষণভাগ শক্তিশালী করার চেষ্টা চলছে।
রেইস শীঘ্রই ম্যানচেস্টারে পৌঁছবেন এবং সব কিছু ঠিক থাকলে পরবর্তী ম্যাচের আগেই পেপ গার্দিওলার দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।