সুইজারল্যান্ডকে টাইব্রেকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড
খেলার ধ্বনি
প্রকাশিতঃ রাত ০১:০২, রবিবার, ৭ জুলাই, ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১
জয় সূচক পেনাল্টি নিচ্ছেন আর্নল্ড। ছবি : সংগৃহীত
চলমান ইউরোর প্রথম সেমিফাইনালের দুই দল নির্ধারিত হয়েছে গতকালই। জার্মানিকে হারিয়ে স্পেন ও পর্তুগালকে হারিয়ে ফ্রান্স নিশ্চিত করে তাদের সেমিফাইনাল স্পট। শনিবার (৬ জুলাই) তাদের সঙ্গী হতে মাঠে নামে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। আর সে যাত্রায় শেষ কোয়ার্টার ফাইনালের মতো এই ম্যাচও যায় টাইব্রেকে। সেখানে সুইস স্বপ্ন ধুলিস্যাৎ করে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
জার্মানির ডাসেলডর্ফ অ্যারেনায় হওয়া ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকে আর সেখানে নায়ক বনে যান ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। ম্যানুয়েল আকাঞ্জির পেনাল্টি ঠেকিয়ে দলকে সেমিতে নিয়ে যান।