রাজনীতিবিদদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে: গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাজনৈতিক দলের নেতাদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে কেউ প্রথম, কেউ দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করে, কিন্তু এ নিয়ে তাদের মধ্যে হানাহানি বা মারামারি হয় না। এই দৃষ্টান্তটি রাজনীতির ক্ষেত্রে অনুসরণ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাদেরও স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে। জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে কেউ জয়ী ও পরাজিত হবে, কিন্তু কখনোই জোর করে সুনাম অর্জন করার চেষ্টা করা উচিত নয়। জনগণকে বঞ্চিত করে সুনাম অর্জন করা যায় না।
গয়েশ্বর রায় আরো উল্লেখ করেন, সুভাঢ্যা স্কুল ভারতবর্ষের প্রখ্যাত শিক্ষাবিদ প্রশান্ত কুমার (পিকে) রায়ের বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে পরবর্তীতে তার নাম পরিবর্তন করার কারণ জানা নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষিকা রিনাত ফৌজিয়া, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেরাণীগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক রানা।