আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৭:০১, রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান, "প্রধান উপদেষ্টা বলেছেন- এটি আমাদের দ্বিতীয় ইনিংস এবং সবার ধৈর্যধারণ করতে হবে।"

তিনি বলেন, "আমরা বলেছি, একটি টেস্ট ম্যাচের মধ্য দিয়ে (স্থানীয় সরকার নির্বাচন) আমাদের যেতে হবে।"

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, "আমরা মনে করি, লোকাল গভর্নমেন্ট ফাংশনাল করতে হবে। অনেক দলই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছে।" তিনি অভিযোগ করেন যে, "আওয়ামী লীগের দোসররা এখনও স্থানীয় সরকারের জায়গায় ফ্যাসিবাদী কার্যকলাপ বজায় রেখেছে," এবং এজন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য একটি নির্বাচন প্রয়োজন বলে মত দেন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "ফ্যাসিবাদের দোসররা বিচারিক প্রক্রিয়ায় পুনর্বাসিত হলে আমরা আবার প্রতিবাদ করব।" তিনি ছাত্র-জনতার আন্দোলনের কর্মীদের হত্যার বিচার দাবি করে বলেন, "যারা খুনি বা খুনিদের দোসর, তাদের বিচার নিশ্চিত করতে হবে।"

Share This Article