গাজীর মাফিয়া সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে দিপু ভূঁইয়া : সেলিম প্রধান

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৯:৪০, বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি নেতার নির্দেশে হামলার বিষয়ে বক্তব্য রাখছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি নেতার নির্দেশে হামলার বিষয়ে বক্তব্য রাখছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মাফিয়া সাম্রাজ্য এখন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান।

তিনি বলেন, “গাজীর লুটেরা সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় দিপু বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে এবং আমার আড়ত দখলের চেষ্টা করছে।"

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সেলিম প্রধান এসব অভিযোগ করেন। তিনি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সেলিম প্রধান অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্টের পর গাজীর বাহিনী বিএনপি নেতা দিপু ভূঁইয়ার বাহিনীর সঙ্গে এক হয়ে গেছে। তারা একত্রে নানা অপকর্ম চালাচ্ছে, আড়ত দখল করছে।”

তিনি জানান, “আমার পৈত্রিক ও কেনা ১৯ বিঘা জমির ওপর বিসমিল্লাহ আড়ত ছিল, যা ভুয়া চুক্তিনামার মাধ্যমে গাজী বাহিনী দখল করে নেয়। আমি জেলে থাকাকালীন সময়ে ওই ভুয়া চুক্তিনামা তৈরি করা হয়।”

এ নিয়ে প্রতিবাদ করায় গাজী বাহিনী তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, গুলি এবং লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সেলিম প্রধান বলেন, “দিপু ভূঁইয়া রিকশা, সিএনজি-ট্যাক্সি থেকে চাঁদাবাজি করছে। গাউছিয়া এলাকায় ফ্লাইওভারের দুই পাশে ফুটপাতে দোকান বসাতে ২০-৫০ হাজার টাকা করে নিচ্ছে।”

তিনি আরও জানান, “বিএনপির জেলা সেক্রেটারি গোলাম ফারুক খোকন আমার সঙ্গে দেখা করে আড়তের জমি দখলমুক্ত করতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। অথচ এটি আমার নিজের জমি।”

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “আড়তের চুক্তিনামার বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। হামলার ঘটনায় পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে তার লোকজন রূপগঞ্জের সাওঘাট এলাকায় সেলিম প্রধানের বাড়িতে হামলা চালায়, অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায়।

  • হামলায় ৫ জন আহত হন, এর মধ্যে একজন গুলিবিদ্ধ।
  • ১০টি মোটরসাইকেল ও একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

Share This Article


ছবি: সংগৃহীত

আজহারির মাহফিল শেষে থানায় জিডির হিড়িক

ছবি: সংগৃহীত

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ৩৬৯ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

ট্রাম্পের পদক্ষেপে চাকরি হারালেন ১০ হাজার কর্মী

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

নৌকা ডুবে গেছে আর ভাসবে না : হাসনাত

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ছবি: সংগৃহীত

বিএনপির সম্মেলনে কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ