ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না: টুকু

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৯:২৯, বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, "অনেকে বলছে, আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাই। কিন্তু বিএনপি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেনি, বরং জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে।"

বুধবার (২৯ জানুয়ারি) ঝিনাইদহে "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, "বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। কেউ যদি দাবি করে, জুলাই-আগস্টে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, তাহলে তারা ভুল বলবে। এই আন্দোলন ১৭ বছর ধরে চলছে, এটি অস্বীকার করার সুযোগ নেই।"

তিনি আরও বলেন, "যেকোনো আন্দোলন সফল হতে হলে দীর্ঘ ইতিহাস থাকতে হয়। বিএনপির আন্দোলনের কারণেই বর্তমান রাজনৈতিক পরিবর্তন এসেছে। তাই এই আন্দোলনের সফলতার দাবিদার বিএনপি।"

সরকারের সংস্কার পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, "সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। বিএনপি এক বছর আগেই ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে সংস্কারের রূপরেখা তুলে ধরেছে। তবে সংস্কারের আগে অগ্রাধিকার দিতে হবে সুষ্ঠু নির্বাচনে।"

দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, "বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রয়োজন।"

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের তাগিদ

তিনি বলেন, "রাষ্ট্রকাঠামো মেরামত ও জনগণের চাহিদা পূরণের জন্য তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এটি বাস্তবায়ন হলে মানবিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব হবে।"

নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান

বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছেন, এখন সেভাবে জনগণের পাশে দাঁড়ান, জনকল্যাণমুখী কাজে অংশ নিন। বিএনপি জনগণের দল, এর মূল শক্তি জনগণ।"

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যের ডাক

কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share This Article


ছবি: সংগৃহীত

আজহারির মাহফিল শেষে থানায় জিডির হিড়িক

ছবি: সংগৃহীত

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ৩৬৯ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

ট্রাম্পের পদক্ষেপে চাকরি হারালেন ১০ হাজার কর্মী

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

নৌকা ডুবে গেছে আর ভাসবে না : হাসনাত

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ছবি: সংগৃহীত

বিএনপির সম্মেলনে কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ