চাঁদা দিতে অস্বীকৃতি: আন্দোলন করেও ‘জুলাইয়ের হত্যাচেষ্টার মামলার’ আসামি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১২:৪১, বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় মিথ্যা হত্যাচেষ্টা মামলা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী এহসানুল মাহবুব যোবায়ের বর্তমানে উত্তরায় একটি বায়িং হাউসের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং গাজীপুরে তার গার্মেন্টস ব্যবসা রয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় অভিযুক্তরা গুলি চালায়, এতে একজন গুরুতর আহত হন। এ ঘটনায় গাজীপুর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন মো. জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি।

তবে ভুক্তভোগী এহসানুল মাহবুব যোবায়ের এই মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, "২০ জুলাই আমি উত্তরায় হেড অফিসে ছিলাম এবং শিক্ষার্থীদের আন্দোলনে সামনের সারিতে অংশগ্রহণ করেছি। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও খাদ্য সরবরাহে সহায়তাও করেছি। আমার নামে এমন অভিযোগ হতাশাজনক।"

চাঁদাবাজির অভিযোগ:
জানা যায়, গত ৫ আগস্টের পর স্থানীয় বিএনপি নেতারা যোবায়েরের নির্মাণাধীন গার্মেন্টসে চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ করার হুমকি দেয়। বিদ্যুৎ সংযোগেও বাধা সৃষ্টি করে। স্থানীয়রা জানান, গাজীপুর মহানগর বিএনপির নেতা অমিত কুমার নুপুর, আবুল কালাম আজাদ, আলী আসাদ ও মো. জাহাঙ্গীর আলম এই চাঁদাবাজির সঙ্গে জড়িত।

যোবায়েরের বক্তব্য:
তিনি আরও বলেন, "আমি গাছা থানায় আলী আসাদ ও অমিত কুমারের নামে অভিযোগ করেছি এবং পরবর্তীতে গাজীপুর কোর্টে মামলা করেছি। প্রতিশোধপরায়ণ হয়ে তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।"

মামলার সমালোচনা করে তিনি বলেন, "দেশে ভূয়া মামলা দিয়ে মানুষকে হয়রানি করার যে প্রবণতা চলছে, তা ন্যায়বিচারের পথে বড় বাধা। এ ধরনের মামলায় আদালতে আমাকে উপস্থিত হতে হবে, জামিন নিতে হবে। মিথ্যা মামলার প্রতিকার কোথায়?"

এ ঘটনায় ন্যয়বিচারের দাবি জানিয়েছেন এহসানুল মাহবুব যোবায়ের।

Share This Article


ছবি: সংগৃহীত

আজহারির মাহফিল শেষে থানায় জিডির হিড়িক

ছবি: সংগৃহীত

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ৩৬৯ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

ট্রাম্পের পদক্ষেপে চাকরি হারালেন ১০ হাজার কর্মী

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

নৌকা ডুবে গেছে আর ভাসবে না : হাসনাত

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ছবি: সংগৃহীত

বিএনপির সম্মেলনে কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ