ভৌতিক গল্পে পালাক তিওরি

বলিউড ইন্ডাস্ট্রিতে ২০২৩ সালে অভিষেক হয় শ্বেতা তিওয়ারির কন্যা পালাক তিওয়ারি। এর আগে থেকেই তিনি ছিলেন আলোচনায়। এবার আরও একটি সিনেমায় দেখা যাবে তাকে, যার নাম ‘দ্য ভার্জিন ট্রি’। এটি পরিচালনা করেছেন সিদ্ধান্ত কুমার সচদেব।
এ সিনেমার শুটিং শুরু হবে ২০২৪ সালের মার্চে। ভৌতিক গল্পে ভরপুর এই সিনেমায় পালাককে দেখা যাবে প্রধান চরিত্রে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এ এই সিনেমা সম্পর্কে কথা বলেছেন পালাক। তিনি জানান, “সিনেমাটিতে অনেক বড় বড় অভিনেতা কাজ করেছেন। তাদের সঙ্গে শুটিং সেটে সময় কাটানো আমার জন্য দুর্দান্ত এক অভিজ্ঞতা। যেহেতু এটি একটি হরর ফিল্ম, তাই সেটে আমি খুব নার্ভাস ছিলাম, ভয়ও পেয়েছি। কারণ নির্মাতা সিদ্ধান্ত কুমার গল্পটিকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আশা করছি, হরর ভক্তদের জন্য ‘দ্য ভার্জিন ট্রি’ নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন করবে দর্শকদের।”
এ সিনেমায় পালাক তিওয়ারি ছাড়া আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মৌনি রায় ও সানি সিংয়ের মতো তারকা। এটি ২০২৪ সালে মুক্তির কথা রয়েছে।
এদিকে, বলিউডে পালাকের অভিষেক হয় ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে। ২০০ কোটি বাজেটের এ সিনেমাটি নির্মাণ করেছেন ফরহাদ সামজি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। পালাকের বিপরীতে ছিলেন পূজা হেগড়ে।