জাবিতে মেয়েদের হল থেকে এক বহিরাগত যুবক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। ১৮ জানুয়ারি (শনিবার) রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ, যিনি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানার বাসিন্দা।
হল কর্তৃপক্ষ ও প্রক্টরিয়াল বডি জানায়, পারভেজ ওই রাত ১০ টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক নারী শিক্ষার্থীর সহযোগিতায় হলে প্রবেশ করেন। নারীর পোশাক, কপালে টিপ এবং মুখে ঘোমটা দেখে কয়েকজন শিক্ষার্থী সন্দেহ করেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর ওই শিক্ষার্থীর কক্ষে গিয়ে পারভেজকে আটক করা হয়।
আটক পারভেজ জানান, "আমি হিম উৎসবে বেড়াতে এসেছি এবং অনুষ্ঠান শেষে কপালে টিপ ও শরীরে চাদর মুড়িয়ে হলে প্রবেশ করি। আমরা শুধুই ভালো বন্ধু।" অপরদিকে, ওই নারী শিক্ষার্থী বলেন, "রাতে থাকার জায়গা না থাকায় তাকে হলে নিয়ে এসেছি, তবে আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না।"
হল সুপার নাদিয়া সুলতানা বলেন, "মেয়েরা ওই ছাত্রীর রুমে পুরুষের উপস্থিতি বুঝতে পেরে আমাকে জানায়। আমি তৎক্ষণাৎ রুমে গিয়ে তাকে খাটের উপরে বসে দেখতে পাই।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, "বিষয়টি জানার পর আমরা দ্রুত প্রক্টরিয়াল টিম পাঠাই এবং যুবককে পুলিশে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত নারী শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তির মুখোমুখি হবে।"
এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।