‘মাইনাস টু’ ফর্মুলার ভয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনের দিকে বিএনপির আগ্রহ এখন তীব্র। দলটি দ্রুত নির্বাচন দাবি করছে এবং সরকারের ওপর চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে। বিএনপির নেতারা বলছেন, তাঁরা চান অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করে ব্যাপকভিত্তিক সংস্কার না করে শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করুক।
বিএনপির দাবি, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সংকট বাড়বে। যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। দলের নেতারা বলছেন, সংস্কারকাজ শেষ করে জুলাই মাসের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র মনে করে, যারা একসময় মাইনাস টু ষড়যন্ত্রে ছিল, তারা এখনো তৎপর। এবার তাদের লক্ষ্য বিএনপিকে মাইনাস করা, এ কারণেই নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে।
বিএনপির নেতা-কর্মীরা মনে করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সময়মতো নির্বাচন দাবি করে আসছে। সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে বলেছে তারা এবং খোলাখুলিভাবে চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন করতে সম্ভব বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে বিএনপির নির্বাচন সংক্রান্ত ভাবনা স্পষ্ট হয়ে যায়। দলটি সব সাংগঠনিক কার্যক্রম এখন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা নেতা-কর্মীদের মাঠে রাখতে নানা কর্মসূচি চালানোর পরিকল্পনা করেছে।
বিএনপি নেতৃত্ব মনে করে, এক-এগারোর সময় ক্ষমতাসীনরা দুই নেত্রীকে মাইনাস করে একটি ‘কিংস পার্টি’ গঠনের চেষ্টা করেছিল, যদিও তা সফল হয়নি। তারা আশঙ্কা করছে, এবারও সে ধরনের চক্রান্ত হতে পারে, যার বিরুদ্ধে তারা নির্বাচনের রোডম্যাপের দাবি জানাচ্ছে। রোডম্যাপ ঘোষণার পর সব দল নির্বাচনি কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়বে, ফলে এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাবে।