৯০ শতাংশ মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে: ইরান

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:২১, বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
ছবি- সংগ্রহীত
ছবি- সংগ্রহীত

সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ কে হত্যার প্রতিবাদে ইসরাইলে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। এমন পরিস্থিতিতে ইরানের মিসাইলগুলোকে অধিকাংশই ধ্বংস করার দাবি করেছিল ইসরাইল। কিন্তু তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে ৯০ শতাংশ মিসাইল তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

কিছু বুঝে ওঠার আগে চালানো ওই হামলায় নিজেদের সাফল্য দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। তারা বলছে, ৯০ শতাংশ মিসাইল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বাহিনীটির বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, ইসরায়েলের বিমানঘাঁটি ও রাডার অবকাঠামো মিসাইল হামলার লক্ষ্যবস্তু হয়েছিল । এছাড়া ইরানের প্রক্সি যোদ্ধাদের কমান্ডারদের হত্যা পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও টার্গেট করা হয়।

ইরানের এ হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে জবাব দেবেন তারা। ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে বলেও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Share This Article