শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে: ড. ইউনূস

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩২, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ২১ ভাদ্র ১৪৩১

 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছেন।

ভারতে বসে দেশ সম্পর্কে হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য-বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলেও বর্ণনা করেছেন তিনি।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব মন্তব্য করেছেন।

গত রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে ড. ইউনূসের সাক্ষাৎকার নেয় পিটিআই। সেটি বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি।

সাক্ষাৎকারে ইউনূস জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশে তাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে।

প্রধান উপদেষ্টা বলেছেন, তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন, তা এখানে বিচারের মাধ্যমে সমাধান করতে হবে।  

পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইউনূস জোর দিয়ে বলেন, ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণা বাইরে যেতে হবে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থি হিসেবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয়।

‘ভারতে হাসিনা অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্যবোধ করে না। কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি (হাসিনা) ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে তিনি কথা বলছেন, এটি সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন, তাহলে আমরা ভুলে যেতাম; মানুষও এটা ভুলে যেত। যদি তিনি তার নিজের জগতেই থাকতেন, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক-নির্দেশনা দিচ্ছেন, কেউই এটা পছন্দ করছে না,’ বলেছেন প্রধান উপদেষ্টা। 

Share This Article


জমজমের পানি পানে সৌদি সরকারের নতুন নির্দেশনা

ট্রাম্পের নতুন মন্ত্রীসভায় স্থান পেতে পারেন যারা

নিজেকে জয়ী ঘোষণা করলেন ট্রাম্প

কানাডার শত্রু তালিকায় ভারত

দাবিতে ইয়াহহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, গায়েবানা জানাজা

সম্মেলনে জামায়াত সেক্রেটারি

মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের মুজাহিদদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান

গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

ছবি- সংগ্রহীত

৯০ শতাংশ মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে: ইরান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত অন্তত ১১২

দিল্লির সবচেয়ে কমবয়সী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতীশি

ফাইল ফটো

নিউইয়র্কে হচ্ছে না ইউনূস-মোদির বৈঠক

ইসরাইলি হামলায় গাজায় ৩৮ ফিলিস্তিনি নিহত