রিমান্ড শেষ, আদালতে হাজির করা হবে সালমান-আনিসুল-দীপু মনিকে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১৪, শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৯ ভাদ্র ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে।

শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের হাজির করা হবে।

এর আগে, মঙ্গলবার (১৩ আগস্ট) নৌপথে পলানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার (১৪ আগস্ট) দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুইজনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিকে সোমবার (১৯ আগস্ট) রাতে ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট) তাকে আদালতে হাজির করেন পুলিশ।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদ পুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Share This Article