তজুমদ্দিনে চেয়ারম্যান নির্বাচিত হলেন ফজলুল হক দেওয়ান
ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী ফজলুল হক দেওয়ান। তিনি ২৪ হাজার ২৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন দুলাল দোয়াত কলম প্রতীক নিয়ে ২১ হাজার ৫১৭ ভোট পেয়েছেন।
তজুমদ্দিনে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারা হলেন- মোশারেফ হোসেন দুলাল, মোহাম্মদ ফখরুল আলম (মোটরসাইকেল), মো. রেজাউল করিম নীরব (কাপ-পিরিচ)।
বিজয়ী চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক দেওয়ান বলেন, ‘আমার শক্তি সাধারণ ভোটার। আমি দীর্ঘদিন তাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও পাশে থাকব। জনগণ আমাকে বিশ্বাস করে নির্বাচিত করেছেন। আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখব ইনশা আল্লাহ।’
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯ মে তজুমদ্দিনে ভোট গ্রহণ করার কথা ছিল। প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে তখন নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ৯ জুন ভোট গ্রহণের নতুন তারিখ দেয়া হয়। রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। উপজেলায় ভোটার ১ লাখ ৩ হাজার ৩৮৮। এর মধ্যে ৫২ হাজার ৮২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৫১ দশমিক শূন্য ৯ শতাংশ। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম চশমা প্রতীকে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা বেগম কলস প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।