অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১২:০৫, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজিএস বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভাল হলে ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪’ আয়োজিত সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, "কর সংগ্রহ করতে হলে ক্রমান্বয়ে প্রত্যক্ষ করের দিকে যেতে হবে। আমরা প্রত্যক্ষ কর আহরণে কোনো পরিকল্পনা দেখি না। যারা কর দেয় না, তাদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা জানা যায়নি। এটি আমাদের চিন্তিত করেছে।"

ড. দেবপ্রিয় আরও বলেন, "আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা করছি।"

তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের কোনো অর্থনৈতিক মেন্যুফেস্টো নেই এবং প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার যতটা মনোযোগ পাচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থাপনা ততটা মনোযোগ পাচ্ছে না। "অনেকে বলছেন, অর্থনীতির ক্ষেত্রে এই সরকার আগের সরকারের মতোই কাজ করছে," বলেন তিনি।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে না পারলে, যারা সংস্কার করতে চায়, তারা ধৈর্যহারা হয়ে যাবে।"

তিনি রেকর্ড পরিমাণ আমন উৎপাদন সত্ত্বেও সংগ্রহ অভিযানে সাফল্য না পাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, "সংগ্রহ অভিযানে আগে যেমন দুর্নীতি ছিল, তা এখনও রয়েছে। কৃষক তার ফসলের মূল্য পাচ্ছে না। সামাজিক সুরক্ষা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।"

অন্তর্বর্তী সরকারের কোনো সংশোধিত বাজেট না থাকার কারণে অন্যান্য বাজেটের কিছু সূচক অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। "আগামী বাজেটকে কেন্দ্র করে সরকারের অর্থনৈতিক আলোচনা দরকার," বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

Share This Article


ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

বুধবার দর পতনের নেতৃত্বে খান ব্রাদার্স