দুবাইয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের ১০ সাংবাদিক পেলেন মিডিয়া অ্যাওয়ার্ড
সংযুক্ত আরব আমিরাতে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় কনস্যুলেট জেনারেল মনোনীত ১৫ সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। যার মধ্যে ১০ জনই ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য।
গত রোরবার বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের আয়োজিত বইমেলার সমাপনীতে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- সময় টেলিভিশনের শিবলী আল সাদিক, এনটিবির মামুনুর রশিদ, এখন টেলিভিশনের কামরুল হাসান জনি, বাংলা এক্সপ্রেসের আব্দুল্লাহ আল শাহিন, ঢাকা পোস্টের আব্দুল্লাহ আল মামুন, চ্যানেল২৪–এর ইশতিয়াক আহমেদ, নাগরিক টেলিভিশনের খোরশেদুল আলম জাসেদ, গ্লোবাল টেলিভিশনের নওশের আলম সুমন, আরটিভির এসএম শাফায়েত ও যমুনা টেলিভিশনের মেহেদী মোল্লা।
বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জীব বিজ্ঞানি ড. রেজা খান, কবি ও লেখক শিহাব শাহরিয়ার।