প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডুয়েটিয়ান ডট কমের অ্যাডহক কমিটির আত্মপ্রকাশ

  ডুয়েট প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ১০:২১, রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা
নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের (ডুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডুয়েটিয়ান ডটকম'র প্রথম অ্যাডহক এডভাইজরি এবং কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। ডুয়েটিয়ান ডট কম মূলত এলামনাই বেইজড প্লাটফর্ম, যেখানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ডুয়েট এলামনিরা যুক্ত রয়েছেন। ডুয়েটিয়ান ডট কম প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।১৭ নভেম্বর (রবিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। 

বিজ্ঞপ্তিতে এয়ার কমডোর (অব.) অধ্যাপক ড. হোসাম ই হায়দারকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক এডভাইজরি কমিটি প্রকাশ করা হয়েছে। ডুয়েটিয়ান ডট কমের অ্যাডহক এডভাইজরি কমিটির সিনিয়ার উপদেষ্টা হিসেবে রয়েছেন, প্রকৌশলী আব্দুস সালাম খান, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া ও ড. প্রকৌশলী মহসিন রেজা। উপদেষ্টা হিসেবে আরও রয়েছেন, প্রকৌশলী মনিরুল মাওলা, অধ্যাপক ড. আরেফিন কাউছার, অধ্যাপক ড. রেজাউল করিম, প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী জিয়াউর রহমান এবং এডভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রকৌশলী মুহা: মঈনুল ইসলাম।

প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেনকে আহবায়ক ও প্রকৌশলী আইনুল কবির, প্রকৌশলী নুরুল ইসলাম ফারুক, ড. মোহাম্মদ আবু ইউছুফকে যুগ্ম আহবায়ক এবং ড. প্রকৌশলী. এম. শাহেদুল ইসলাম শাহেদকে সদস্য সচিব করে মোট ৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক ড. মনোয়ার হোসেন, প্রকৌশলী মাহামুদুল হাসান কে যুগ্ম সদস্য সচিব এবং ড. প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ, প্রকৌশলী মাহমুদুল হাসান কে সহকারী সদস্য সচিব করা হয়েছে।

প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান খান এবং প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক  এবং প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেনকে অর্থ সম্পাদক  এবং প্রকৌশলী শাহিনুর আলমকে সহকারী অর্থ সম্পাদক, প্রকৌশলী আব্দুর রহিমকে দপ্তর সম্পাদক ও প্রকৌশলী মোহাম্মদ লোকমানকে প্রচার সম্পাদক করা হয়েছে। এছাড়াও সহকারী প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন প্রকৌশলী মো: নুরুজ্জামান পাবেল, প্রকৌশলী মহশিন হোসেন সজিব, প্রকৌশলী লতিফ গাজী, প্রকৌশলী মোঃ শাহাব উদ্দিনকে গবেষণা ও উন্নয়ন  সম্পাদক,  প্রকৌশলী ফরহাদ রেজাকে সহকারী গবেষণা ও উন্নয়ন সম্পাদক, ড. জাহেদুল ইসলাম চৌধুরীকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম মাহিদকে কল্যাণ ও স্বেচ্ছাসেবী সম্পাদক, প্রকৌশলী মোঃ শামিম হোসেনকে আইসিটি সম্পাদক, ড. প্রকৌশলী মোঃ আব্দুল আলিম ও প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামকে সহকারী আইটি সম্পাদক, প্রকৌশলী তাহেরা খাতুন, প্রকৌশলী রেশমা খাতুন, প্রকৌশলী শামছুন্নাহারকে মহিলা এলামনি করা হয়েছে।

সম্মানী একাডেমিক সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. রুমা, প্রকৌশলী এস এম জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, ড. প্রকৌশলী মোঃ ইমরান এইচ খান, প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, প্রকৌশলী সাইফুল ইসলাম, ড. কবির হোসেন।

এছাড়াও এড হক এক্সিকিউটিভ কমিটির অনান্য সদস্যরা হলেন প্রকৌশলী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রকৌশলী মো: মোজাম্মেল হক আফজাল, প্রকৌশলী আমজাদ হোসেন খান, প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন, মোঃ শহিদুল আলম ভুইয়া, প্রকৌশলী মুহাম্মদ আবদুল মতিন, এইচ এম মইনুল ইসলাম, প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন, প্রকৌশলী মোহামম্মাদ ইমাম হোসেন রুবেল, প্রকৌশলী দিদারুল আলম, প্রকৌশলী বিকু রায়, প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, প্রকৌশলী তুষার কুমার পাল, প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান ভূইয়া, প্রকৌশলী, আমিনুর রহমান (রাসেল), প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ, প্রকৌশলী জোটন দেবনাথ, প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, প্রকৌশলী মোঃ শাহেদুল আলম, প্রকৌশলী বি.এম. আসিফুর রহমান, প্রকৌশলী আহসান তারেক, প্রকৌশলী আব্দুল্লাহ আল মারুফ, প্রকৌশলী মো: ইলিয়াস খন্দকার, প্রকৌশলী জুম্মান আল নাহিয়ান ও প্রকৌশলী মোঃ শাহজাহান চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেন্টরশিপ, ক্যারিয়ার গাইডেন্স, এবং সহযোগী প্রকল্পগুলিকে উৎসাহিত,  বৃত্তি, গবেষণা ও  গবেষণা অনুদান, এবং শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধি, বিভিন্ন কল্যাণকর এবং অবকাঠামো উন্নয়নের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টায় প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা, বৃহত্তর সামাজিক সংহতির জন্য পুনর্মিলনী, বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কার্যকলাপের ব্যবস্থা এবং এর সদস্যদের জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা এবং আলোচনা ফোরাম পরিচালনা করবে। এছাড়াও ডুয়েটিয়ান ডট কম বিভিন্ন বিভাগ, শিল্প, সামাজিক - অরাজনৈতিক, ধর্মীয় এবং অঞ্চল (দেশ ও বিদেশে) থেকে স্নাতকদের প্রতিনিধিত্ব করবে।

উল্লেখ্য যে, ডুয়েটিয়ান ডট কম সম্পূর্ণ অরাজনৈতিক এবং প্রফেশনাল প্লাটফর্ম যা ডুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার মাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত ডুয়েটিয়ানদের সার্বিক সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share This Article


অর্থমন্ত্রী-আবাসন মন্ত্রীর পদত্যাগ, হুমকির মুখে ট্রুডোর প্রধানমন্ত্রীত্ব

শীতের মধ্যেই ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

দিনব্যাপী কর্মসূচিতে পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

মোদির বিতর্কিত পোস্টের জবাবে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ভোটার এলাকা পরিবর্তনে যুক্ত হতে যাচ্ছে ফেস ভেরিফিকেশন

বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম

বিজয় দিবসে ঐক্য ও সংস্কারের আহ্বান তারেক রহমানের

৫ বিলিয়ন ডলার লোপাট: শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল