বুধবার দর পতনের নেতৃত্বে আনোয়ার গ্যালভানাইজিং

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০২, বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৭৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ৬০ পয়সা বা ৯.৭৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস্কয়ার নিটের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.০৫ শতাংশ।

আর ২ টাকা ৯০ পয়সা বা ৮.০৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে উসমানীয়া গ্লাস সীট ফ্যাক্টরি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভি কেমিক্যালের ৬.৪৭ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫.৬৬ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৫.৫৬ শতাংশ, সোনালী আঁশের ৫.৩২ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৯৫ শতাংশ এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর ৪.৮৪ শতাংশ কমেছে।

Share This Article