জাতীয় সংসদ নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

জাতীয় সংসদ নির্বাচন কখন হবে তা সংস্কারের গতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ।

প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। সংস্কারের কাজ সম্পন্ন হলেই নির্বাচন দেয়া হবে।

বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯ সম্মেলনের এক ফাঁকে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কাজে দেশের সবাইকে এক হতে হবে। সরকার, সংসদ, নির্বাচনি আচরণ বিধি কেমন হবে, এসব খুব দ্রুত শেষ করতে হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সরকারে দায়িত্ব নেয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তত করবো। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেয়া হবে।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতই কম হয় ততই ভালো। আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি। তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিৎ। তিনি বলেন, আমরা দ্রুত নির্বাচন দিতে চাই।

 

Share This Article