বিশ্ব পথশিশুর দিবস
ডুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু উৎসব
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একমাত্র সাংস্কৃতিক সংগঠন সৃজনীর উদ্যোগে বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে ডুয়েটের আশেপাশের শিশুদের নিয়ে প্রথমবারের মতো "শিশু উৎসব ২০২৪" অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল ২রা অক্টোবর দুপুর ৩ টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শিশু উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় থাকবে ডুয়েট স্কুলের শিক্ষার্থীসহ উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের ডাইনিং এ কর্মরত বিভিন্ন বয়সের শিশু-কিশোর এবং সুবিধাবঞ্চিত ও ভাসমান পথশিশুরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি গান, নাটক, নৃত্য, আবৃত্তি প্রতিযোগিতাসহ আরও কয়েকটি প্রতিযোগিতার মাধ্যমে সম্পন্ন হবে। পাশাপাশি বিভিন্ন পরিবেশনায় থাকবে ডুয়েটের সৃজনী।
অনুষ্ঠানটির আয়োজকরা মনে করেন, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পথশিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক হবে।