রাজপথে জেএসডি নেতা নিক্সনের ৩ যুগ নিয়ে স্মৃতিচারণ
দলের হয়ে রাজপথে গণ-মানুষের জন্য কাজ করে তিন যুগ অতিবাহিত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক যুব পরিষদের সভাপতি শামসুল আলম নিক্সন। ২৮ অক্টোবর ধানমন্ডিতে নিক্সনের ‘রাজপথে ৩ যুগ’উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করতেন তিনি। কখনো না বলা ওনার উদাহরণ নেই। নিজের সামর্থ না থাকলেও সেটা যেকোনো কারো মাধ্যমে তিনি করিয়ে দিতে চেষ্টা করতেন।
দীর্ঘ সময় দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন নিক্সন। একই দলের জন্য দীর্ঘ সময় এক রাজনৈতিক দলের হয়ে কাজও বিরল ঘটনা আমাদের দেশে।
এ সময় তারা মুক্তি যুদ্ধের চেতনায় উদ্ধূদ্ধ হয়ে দেশ গড়তে সকলে আহ্বার জানান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয়বাদী নারী জোটের সভাপতি ও জাতীয় যুব পরিষদের উপদেষ্টা তানিয়া রব।
জিএসডি’র প্রতিষ্ঠাতা আ স ম আব্দুর রবের অসামাণ্য কৃতির কথা তুলে ধরে রাষ্ট্র পরিচালনার চিন্তা ভাবনা তুলে ধরে তানিয়া রব বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও আমরা এখনও স্বাধীনতার শৃঙ্খলে ফিরতে পারিনি। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এসে কোন কিছুই সম্ভব নয়। তরুণদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে কবি সাহিত্যদের পদচারণায় মুখর হয়ে উঠে স্থলটি। গল্প আড্ডায় গানে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়। সকলে যেনো একটি পরিবার হয়ে উঠে। সময়টি তারা উপভোগ করেন। গল্প আড্ডার পাশাপাশি ছবি তুলে একে অপরে স্মৃতিবন্দি হন উপস্থিত কবি, সাহিত্যিক, রাজনৈতিক, সাংবাদিক, ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি সাহানা সুলতানা। অনুষ্ঠানে জেএসড ‘র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গল্প আড্ডায় মেতে ওঠেন তার বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা। দীর্ঘ সময়ের রাজনৈতিক বিভিন্ন স্মৃতিচারণ করেন তারা।
মঞ্জুরুল হোসেন ঈশার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব পরিষদের সহ সভাপতি মাহফুজুল আলম জাহিদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন স্বপন, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু, যুব পরিষদ নেতা মুহাম্মদ মুছা, সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জুয়েল প্রমুখ।