বৃহস্পতিবার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে ইসলামী ব্যাংক

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩৭, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৪৯ কোটি ১৬ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামী ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, এসবিএসি ব্যাংক, ইবনে সিনা ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৫৬ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ২০ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৭ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এসবিএসি ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইবনে সিনা ফার্মার ৩ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১ কোটি ১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share This Article


মঙ্গলবার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে মিডল্যান্ড ব্যাংক

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে ফু-ওয়াং ফুড

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে লাভেলো আইসক্রিম

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে স্কয়ার ফার্মা

আরও ৫৮ এসআইকে অব্যাহতি

সোমবার দর বৃদ্ধির নেতৃত্বে মনোস্পুল পেপার

সোমবার দর পতনের নেতৃত্বে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড

সোমবার লেনদেনের নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

রোববার দর বৃদ্ধির নেতৃত্বে আফতাব অটোমোবাইলস

রোববার দর পতনের নেতৃত্বে রেনউইক যজ্ঞেস্বর

রোববার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ফার্মা

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন