ইসিকে জরুরি ৯ নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪৫, মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে (ইসি) ৯টি জরুরি নির্দেশনা দিয়েছে। যেকোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এসব নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলস উর রহমান সম্প্রতি এসব নির্দেশনা দিয়ে ইসি সচিব শফিউল আজমকে একটি চিঠি পাঠিয়েছেন।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান স্বাক্ষরিত নির্দেশনার মধ্যে রয়েছে, কোন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ এসেছে, অনুষ্ঠানের পেছনে কারা আছে। এসব বিষয়ে পরিষ্কার ধারণা নিতে প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে শীর্ষ পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কম হওয়ায় সরকারি কর্মচারীদেরকে সচিবালয় এবং মাঠ প্রশাসনের নেতৃত্ব দিতে হচ্ছে।

এরইমধ্যে কয়েকটি অনুষ্ঠানে ব্যতিক্রম ঘটনায় বিব্রত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এসব সমস্যা এড়িয়ে চলতেই মূলত নয় দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

১. কোনো অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ গ্রহণের আগে আয়োজক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত নেওয়া।

২. অনুষ্ঠানে অন্যান্য অতিথি সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং কোনো বিতর্কিত ব্যক্তি থাকলে সেই অনুষ্ঠান পরিহার করা।

৩. আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, ব্যানার, লিফলেট, পতাকা, স্লোগান ইত্যাদি পর্যালোচনা করা, যাতে কোনো আপত্তিকর বা বিতর্কিত উপাদান না থাকে।

৪. অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া।

৫. নিজস্ব অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, ব্যানার, চিঠি, সজ্জা, সার্টিফিকেট, ট্রফি, স্যুভেনির ইত্যাদি ভালোভাবে পরীক্ষা করা, যেন এতে কোনো বিতর্কিত উপাদান বা বক্তব্য না থাকে।

৬. সরকার যে সব দিবস বাতিল করেছে, সেগুলো পালন না করা এবং সেসব বিষয়ে সতর্ক থাকা।

৭. বাতিল ঘোষিত দিবসগুলোর স্মারক, ক্রেস্ট, ছবি, স্যুভেনির ইত্যাদি অফিস থেকে অপসারণের ব্যবস্থা নেওয়া।

৮. আনুষ্ঠানিক সভা বা অনুষ্ঠানের জন্য লিখিত বক্তব্য তৈরি করে পাঠ করা এবং লিখিত বক্তব্যের বাইরে কোনো কথা, স্লোগান বা জয়ধ্বনি না দেওয়া।

৯. কোনো ধরনের গুজব থেকে নিজেকে এবং সহকর্মীদের দূরে রাখা।

চিঠিতে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা যদি মাঠ পর্যায়ের দপ্তর বা সংস্থাগুলোর জন্য উপানুষ্ঠানিক পত্রের মাধ্যমে জারি করা হয়, তবে কর্মীরা আরও সতর্কভাবে দায়িত্ব পালন করতে পারবেন। এজন্য ইসি সচিবকে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এই নির্দেশনার পর, ইসি সচিব যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত সচিবকে নির্দেশ দিয়েছেন।

 

Share This Article


দায়িত্ব নেওয়ার পর যা বললেন ফারুকী

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা

উপদেষ্টা পরিষদে স্থান পেলেন যারা

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব মহিউদ্দিন

ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও ৫ জন

নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দেশকে জনগণের হাতে তুলে দেয়াই সরকারের লক্ষ্য: ফাওজুল কবির

ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণ জানালেন প্রেসসচিব

স্মার্ট কার্ডে টিসিবির পণ্য মিলবে যেদিন থেকে