বুধবার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে স্কয়ার ফার্মা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩৪, বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩১ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি কোম্পানি, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৭ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা। এদিন কোম্পানিটির ৬ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ৩ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ২ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ২ কোটি ৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
 

Share This Article


মঙ্গলবার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে মিডল্যান্ড ব্যাংক

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে ফু-ওয়াং ফুড

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে লাভেলো আইসক্রিম

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে স্কয়ার ফার্মা

আরও ৫৮ এসআইকে অব্যাহতি

সোমবার দর বৃদ্ধির নেতৃত্বে মনোস্পুল পেপার

সোমবার দর পতনের নেতৃত্বে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড

সোমবার লেনদেনের নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

রোববার দর বৃদ্ধির নেতৃত্বে আফতাব অটোমোবাইলস

রোববার দর পতনের নেতৃত্বে রেনউইক যজ্ঞেস্বর

রোববার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ফার্মা

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন