মারা গেছেন নির্মাতা মোহাম্মদ নোমান

  বিনোদন প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫০, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১ পৌষ ১৪৩০

নাট্য নির্মাতা মোহাম্মদ নোমান মারা গেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন এই নির্মাতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি বলেন, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্য নাট্য নির্মাতা মোহাম্মদ নোমান ইন্তেকাল করেছেন। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

জানা যায়, ক্যানসারে আক্রান্ত ছিলেন নির্মাতা নোমান। অবস্থা সংকটাপন্ন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল তাকে।

এর আগে, পরিবার, নিকটাত্মীয় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চলছিল নোমানের চিকিৎসার ব্যয়। তাকে পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী ও কন্যা রেখে গেছেন।

Share This Article

সাপ্তাহিক দর বৃদ্ধির নেতৃত্বে রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড

সাপ্তাহিক দর পতনের নেতৃত্বে ডাচ্-বাংলা ব্যাংক

সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে ইজেনারেশন লিমিটেড

বৃহস্পতিবার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে ন্যাশনাল ব্যাংক

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে সোনালী পেপার

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে এশিয়াটিক ল্যাবরেটরিজ

ডলার কারসাজিতে চ্যাম্পিয়ন পূবালী ব্যাংক

যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের মুখোশ খোলার সময় এসেছে: মোদি

শ্রমিকরা ঈদ বোনাস কবে পাবেন, জানালেন শ্রম প্রতিমন্ত্রী